সম্প্রতি বাজারে এসেছে বহুল আলোচিত অ্যাপলের আইফোন ১৪। আর এই সিরিজ উন্মোচনের পর থেকে পরবর্তী প্রজন্মের আইফোন ১৫ সিরিজ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। অ্যাপলের নতুন ডিভাইস সম্পর্কে একাধিক তথ্যও অনলাইনে ফাঁস হয়েছে।

iphone 12 hits the marketআইফোন ১৫ প্রো-তে থাকছে না ভলিউম ও পাওয়ার বাটন

জানা গেছে, নতুন আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স সংস্করণে ভলিউম ও পাওয়ার বাটন নাও থাকতে পারে। যদি সত্যি সত্যিই বাদ পড়ে যায় তাহলে এর বদলে আসতে পারে সলিড-স্টেট টগল ও হ্যাপটিক ফিডব্যাক প্রযুক্তি। এর মাধ্যমেই ভলিউম ও পাওয়ার কন্ট্রোল করতে হবে।

জনপ্রিয় অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও বলেন, অ্যাপলের আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্সে সলিড-স্টেট পাওয়ার এবং ভলিউম রকার বাটন দেখা যাবে। বর্তমান প্রজন্মের আইফোনে একটি ফিজিক্যাল বাটন রয়েছে। আর এই নতুন সলিড-স্টেট বাটন ডিজাইনটি আইফোন ৭, ৮-এর হোম বাটন ডিজাইনের মতো হবে।

এক টুইটে কুও বলেছেন, ব্যবহারকারীকে হাতে স্পর্শ করা বাটন চাপের অনুভূতি দিতে আইফোনের আসন্ন মডেল দুটির ডান ও বামপাশে দুটি ট্যাপটিক ইঞ্জিন যোগ করতে হবে অ্যাপলকে।

ফিজিক্যাল পাওয়ার এবং ভলিউম বাটন অপসারণ করা হলে পানি ও ধুলোকণা জমবে না, যার ফলে নতুন আইফোন আরও টেকসই হবে।

পাশাপাশি আইফোন ১৫-এর হাত ধরেই অ্যাপলের ফোনে চালু হতে পারে ইউএসবি-সি পোর্ট।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.