ভেঙে দিলেন পরিচালনা পর্ষদ, একনায়কতন্ত্রে টুইটার
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার পর থেকে একেরপর এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিচ্ছেন। তারই অংশ হিসেবে টুইটারের পরিচালনা বোর্ডের সকল সদস্যকে বরখাস্ত করে একক কর্তৃত্ব নিয়েছেন।
ইলন মাস্ক
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সোমবার মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে কিছু নথি জমা দিয়েছেন ইলন মাস্ক। যেখানে নিজেকে একমাত্র পরিচালক হিসেবে দাবি করেছেন তিনি।
৯ সদস্যের পরিচালনা বোর্ডের সবাইকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। বোর্ডের সদস্যদের মধ্যে চেয়ারম্যান ব্রেট টেইলর এবং সদ্য সাবেক প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালও রয়েছেন।
এর আগে দায়িত্ব নেওয়ার দিনই টুইটারের শীর্ষ তিন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন মাস্ক। ৭২ ঘণ্টা না যেতেই টুইটার ব্লু পেইড ভেরিফিকেশন সেবায় খরচ চারগুণ বাড়ানোর কথাও জানিয়েছেন এই ধনকুবের। পাশাপাশি টুইটারের ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার পদে কিছু ছাঁটাইয়ের চিন্তা-ভাবনা করছেন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ওপর নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ কার্যকর করতে চাইছেন ইলন মাস্ক, সেই বিষয়টিই প্রতিফলিত হলো মাস্কের নেওয়া এমন একাধিক পদক্ষেপে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর