ইভ্যালিকে ভার্চুয়াল পণ্য বিক্রি বন্ধের নির্দেশ
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে গিফট কার্ড, ক্যাশ ভাউচার, ডিজিটাল ওয়ালেটসহ অন্যান্য যেকোনো ভার্চুয়াল পণ্য (যা টাকার বিকল্প হিসেবে বিক্রি হয়) বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি
১ নভেম্বর, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল বাণিজ্য পরিচালনার নির্দেশিকা ২০২১ বা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অমান্য করে ডিজিটাল পণ্য বিক্রি করা যাবে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে উঠে এসেছে ইভ্যালি ডিজিটাল পণ্য অপ্রীতিকরভাবে বিক্রি করেছে এবং ডিজিটাল বাণিজ্য পরিচালনার নির্দেশিকা ২০২১ এড়িয়ে অস্বাভাবিক ছাড় দিচ্ছে।
ইভ্যালিকে নির্দেশিকা অনুসরণ করে ব্যবসা করতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। আইন অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, প্রতারণার অভিযোগে এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত শুক্রবার (২৮ অক্টোবর) চালু হয়েছে ইভ্যালি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর