শান্ত’র ধীরস্থির ফিফটি, অল্পতেই থামল বাংলাদেশ
- Details
- by খেলাধুলা প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে জিতলেই হাতে উঠবে শেষ চারের টিকিট, এমন সমীকরণে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তবে স্কোরবোর্ড ভারী করতে পারেনি শ্রীধরন শ্রীরামের শিষ্যরা। বাবর আজমের দলকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
বাবর আজমের দলকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
ব্যাট করতে নেমে শুরুতে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান লিটন কুমার দাসকে হারালেও ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। প্রথম দশ ওভারে এই উইকেট হারিয়ে ৭০ রান তোলে সাকিব বাহিনী। ১১ তম ওভারে জোড়া আঘাত হেনে টাইগারদের কিছুটা বিপদে ফেলে দেন শাদাব খান। সে বিপদ সামাল দিয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাাদশ।
অ্যাডিলেড ওভালে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েও ব্যক্তিগত ১০ রানে বিদায় নেন আগের ম্যাচে ভারতের বিপক্ষে ফিফটি হাঁকানো লিটন কুমার দাস। শাহিন শাহ আফ্রিদির শিকার হওয়ার আগে ৮ বলে এক চার মারেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে বাংলাদেশ।
সৌম্য লেগ স্পিনার শাদাব খানের বলে শান মাসুদের হাতে ক্যাচ দিলে ভাঙে ৫২ রানের জুটি। ১৭ বলে একটি করে চার এবং ছয়ের সাহায্যে ২০ রান করেন চলতি ম্যাচের একাদশে ফেরা সৌম্য। ক্রিজে এসে পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন অধিনায়ক সাকিব আল হাসান।
কিছুক্ষণ পর শান্তকেও হারায় বাংলাদেশ। ঢিমেতালে ব্যাট করা এই ওপনারের ইনিংস থেমেছে ৫৪ রানে। পার্টটাইম অফ স্পিনার ইফতিখার আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ৪৮ বলে সাত বাউন্ডারি মারেন শান্ত। প্রস্তর যুগের ব্যাট করে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১১ বলে ৫ রান করেন এই অলরাউন্ডার।
রানের খাতা খোলার আগেই ফেরেন নুরুল হাসান সোহান। ২৪ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন ধ্রুব। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। ২২ রান খরচায় ৪ উইকেট নেন বাঁহাতি পেসার আফ্রিদি। শাদাবের শিকার দুটি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর