সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে সাংবাদিক বিশাল
- Details
- by গণমাধ্যম
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গীতিকার ও বিনোদন সাংবাদিক ওমর ফারুক বিশাল। আজ সোমবার, ৭ নভেম্বর দুপুর ১২ টায় নরসিংদী থেকে মোটরসাইকেলে ঢাকা ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি মারা যান।
গীতিকার ও বিনোদন সাংবাদিক ওমর ফারুক বিশাল
নরসিংদী রায়পুরা উপজেলায় মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বিশাল বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। তিনি একটি অনলাইন পত্রিকায় কর্মরত ছিলেন।
সাংবাদিক বিশালের চাচাতো ভাই মামুন আরও জানান, এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন বিশাল। তাদের মোটরসাইকেলটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, ওমর ফারুক বিশাল সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। কবি ও গীতিকার হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন তিনি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর