চার প্রতিষ্ঠানকে ভার্চুয়াল পণ্য বিক্রি বন্ধের নির্দেশ
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
গিফট কার্ড, ক্যাশ ভাউচার, ডিজিটাল ওয়ালেটসহ অন্যান্য যেকোনো ভার্চুয়াল পণ্য বিক্রি বন্ধে চার ই-কমার্স প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হলো- দারাজ, ওয়ালকার্ট, মোনার্কমার্ট এবং বাটা সু।
চার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভার্চুয়াল কার্ড বিক্রি বন্ধের নির্দেশ
৮ নভেম্বর, মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ই-কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী এ চিঠি পাঠান।
মুহাম্মদ সাঈদ আলী বলেন, আমরা দেখেছি এসব প্রতিষ্ঠান ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা অমান্য করে ভার্চুয়াল কার্ড বিক্রি করছে। কারও যদি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া থাকে তাহলে ওয়েবসাইটসহ সংশ্লিষ্ট সব জায়গায় উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।
প্রতিষ্ঠানগুলোকে নির্দেশিকা অনুসরণ করে ব্যবসা করতে বলা হয়েছে। আইন অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয়।
এর আগে বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে ভার্চুয়াল কার্ড বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর