টিভিতেও দেখা যাবে ইউটিউব শর্টস
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
স্মার্টফোন, কম্পিউটারের পাশাপাশি এবার থেকে স্মার্টটিভিতে দেখা যাবে ইউটিউব শর্টস ভিডিও। এ জন্য স্মার্টটিভি অ্যাপের হোমপেজে শর্টস অপশন যুক্ত করেছে ইউটিউব।
টিভিতেও দেখা যাবে ইউটিউব শর্টস
ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নীল মোহন একটি ব্লগ পোস্টে বলেন, টিভি স্ক্রিনে গ্রাহকদের ৬০ সেকেন্ডের শর্টস ভিডিও দেখার ব্যবস্থা করেছে ইউটিউব।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউটিউব ব্যবহারকারীরা এখন ঘরে বসেই বড় পর্দায় শর্টস ভিডিও দেখার সুযোগ পাবেন।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে দর্শকরা টেলিভিশনে ইউটিউব শর্টস ভিডিও দেখতে পারবেন। স্মার্টটিভিতে শর্টস ভিডিও দেখতে চাইলে ইউটিউব অ্যাপটি আপডেট করতে হবে। ২০১৯ সালের পরে যেসব স্মার্টটিভি তৈরি হয়েছে তাতে ইউটিউব শর্টস ভিডিও দেখা যাবে। ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, এটি পুরোনো টিভিতে কাজ করবে, তবে এর কম্প্যাটিবিলিটি নিশ্চিত নয়।
উল্লেখ্য, টিকটকের স্মার্টটিভি অ্যাপ গত বছর নভেম্বরে চালু হয়েছে। বর্তমানে শর্টস ভিডিও দর্শক বেড়েছে অনেক।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর