বিজয়-মিঠুনদের সান্ত্বনার জয়
- Details
- by খেলাধুলা প্রতিবেদক
তামিলনাড়ু একাদশের বিপক্ষেও লড়াই করতে পারেনি বিসিবি একাদশ। প্রথম দুই ওয়ানডে হেরে আগেই সিরিজ খুইয়েছে তারা। তাতে শেষ ম্যাচে ১৯ রানের জয়ে কিছুটা হলেও সান্ত্বনা মিলল।
সিরিজ আগেই হাতছাড়া করে মিঠুনরা
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে ২২০ রান করে বিসিবি একাদশ। তৌহিদ হৃদয়ের ফিফটির (৬৬) সাথে কয়েকটি ছোট ছোট ইনিংসে দাঁড় করানো যায় এই সংগ্রহ। যেখানে এনামুল হক বিজয়ের ব্যাটে ৪৪ রান।
জবাব দিতে নেমে তামিলনাড়ু একাদশ খেলার শেষদিকে খেই হারিয়ে ২০১ রানেই থামে। বৃথা যায় অধিনায়ক প্রদেশ রঞ্জন পালের ৭০ রানের ইনিংস।
বিসবিবি একাদশের হয়ে ২২ বলে ১৬ রান করেন মুমিনুল। ৪৪ বলে বিজয় ৪২ ও ৩৩ বলে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর তৌহিদ হৃদয় ৭৪ বলে সমান ২টি করে চার, ছক্কায় খেলেন ৬৬ রানের ইনিংস। আর তাইজুল ইসলাম ১৯ ও নাইম হাসান করেন ১৭ রান। তামিলনাড়ু একাদশের হয়ে বল হাতে নৈপুণ্য দেখান তিলক নাগের। তিনি নেন ৩ উইকেট।
এদিকে তামিলনাড়ুর হয়ে ৬১ বলে ৪০ রান করে আউট হন ড্যারিল। তার বিদায়ের পর কিছুটা চাপে পড়ে তামিলনাড়ু। ৩ উইকেটে স্কোরবোর্ডে ১৬৪ রান আসে তাদের। শেষ দিকে আর কুলিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা।
বিসিবি একাদশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, সাইফ হাসান ও মুমিনুল হক।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর