দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার, সতর্ক করলেন ইলন মাস্ক
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার দেউলিয়া হয়ে যেতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন টুইটারের নতুন মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে এক বৈঠকে এই ধনকুবের এমন আশঙ্কা প্রকাশ করেন।
দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার, কর্মীদের সতর্ক করলেন ইলন মাস্ক
ইলন মাস্ক বলেন, আর্থিক সংকট এমনই অবস্থায় পৌঁছেছে যে তা সহজে মিটবে না। আগামী বছর কোটি কোটি ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরও দেউলিয়া হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
সম্প্রতি ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। এরপর থেকে কোম্পানিটিতে অস্থিরতা চলছে।
সংবাদ সংস্থা ব্লুমবার্গে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ছাঁটাইয়ের পাশাপাশি টুইটার থেকে পদত্যাগ করছেন বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। বুধবার পদত্যাগ করেন টুইটারের দুই এক্সিকিউটিভ- ইয়োল রোথ ও রবিন হুইলার। বৃহস্পতিবার পদত্যাগ করেছেন চিফ সিকিউরিটি অফিসার লিয়া কিসনারও। এর আগে চাকরি ছেড়েছেন চিফ প্রাইভেসি অফিসার ডেমিয়ান কিয়েরান ও চিফ কমপ্লায়েন্স অফিসার মারিয়ান ফোগার্টি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা টুইটারের ভবিষ্যৎ নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক নিজেই আশঙ্কা প্রকাশ করলেন।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর