ফরিদপুরে মোবাইল ইন্টারনেটে ধীরগতি
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ফরিদপুর জেলা শহরের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ১১টা থেকে মোবাইল ইন্টারনেট না থাকার অভিযোগ পাওয়া গেছে। কিছু এলাকায় ইন্টারনেট পাওয়া গেলেও তা খুবই ধীরগতির, যা ব্যবহার উপযোগী নয়।
ফাইল ছবি
ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, তিনি সকাল থেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তবে কথা বলার সেবা চালু রয়েছে।
স্থানীয় ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ফরিদপুর ক্যাবল নেটওয়ার্কের প্রধান শাহিন মিয়া বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু রয়েছে। তবে মোবাইল ডাটা বন্ধ রয়েছে। ঠিক কি কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে তার সঠিক কারণ তিনি বলতে পারছেন না।
এদিকে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। এলাকার স্থানীয় বাসিন্দাসহ আশপাশের অনেক জেলা থেকে সমাবেশে আসা লোকজন মোবাইল ইন্টারনেট না থাকায় সমস্যায় পড়েছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সমাবেশের সংবাদ প্রচার করতে আসা সংবাদকর্মীরা।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর