বিদ্বেষমূলক আক্রমণ বেড়েছে কয়েক হাজার গুণ!
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মালিকানা পরিবর্তনের পর বিদ্বেষমূলক আক্রমণ বহু গুণ বেড়ে গেছে। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট নামের এক গবেষণা সংস্থার রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।
বিদ্বেষমূলক আক্রমণ কয়েক হাজার গুণ বেড়েছে টুইটারে
রিপোর্টে বলা হয়েছে, টুইটারে অন্যান্য সময়ের তুলনায় গত দুই সপ্তাহে বিদ্বেষমূলক আক্রমণ বেড়েছে ২৬ হাজার গুণ। সবচেয়ে বেশি আক্রমণের শিকার কৃষ্ণাঙ্গরা। এরপরই রয়েছে সমকামীরা, আক্রমণ থেকে বাদ যায়নি ইহুদিরাও।
গবেষণা সংস্থাটি আরও জানিয়েছে, দুই সপ্তাহে পুরো বিশ্ব থেকে ইংরেজিতে করা ৮০ হাজার টুইট, রিটুইট নিয়ে গবেষণা করেছে তারা। সেখানে দেখা গেছে, ইংরেজিতে করা টুইটে বিদ্বেষমূলক আক্রমণের পরিমাণ সব থেকে বেশি।
ছাঁটাই বির্তকের মধ্যে গতকাল শুক্রবার টুইটারের ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান ইয়োয়েল রথ পদত্যাগ করেন। তিনি আগেই জানিয়েছেন, টুইটারে বিদ্বেষমূলক আক্রমণ সম্প্রতি বেড়েছে। এই ধরনের টুইট বন্ধ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ৩১ অক্টোবর দেড় হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর