পণ্য কেনা যাবে টিকটকে
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। নিজেদের এ জনপ্রিয়তা কাজে লাগিয়ে অ্যাপের মধ্যেই পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে চীনা বাইটড্যান্সের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। অ্যাপে শপিং নামের সুবিধা চালু করবে টিকটক। এতে ভিডিও দেখার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পছন্দের পণ্য কেনা যাবে।
পণ্য কেনা যাবে টিকটকে
টিকটক জানিয়েছে, নতুন এ শপিং সুবিধায় অ্যাপের ভেতরেই পণ্য কেনার সুযোগ পাওয়া যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক টিকটক ব্যবহারকারী পণ্য কেনার সুযোগ পাবেন। পরবর্তীতে অন্যান্য দেশে এ সুবিধা চালু করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী সাড়ে পাঁচ কোটি ব্যবহারকারী যুক্ত হয় প্রতিষ্ঠানটিতে। সংখ্যাটি সে বছর ডিসেম্বরের মধ্যে ২৭ কোটি ১০ লাখ, ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে ৫০ কোটি ৮০ লাখ এবং চলতি বছরের জুলাইয়ের মধ্যে ৬৮ কোটি ৯০ লাখে পরিণত হয়। ১০০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে প্রতিষ্ঠানটির।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর