১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে অপো
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
চলতি মাসে বাজারে আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার জনপ্রিয় এ সিরিজের অপো এ১ প্রো ফাইভজি মডেলের ফোন। অপো চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে জানিয়েছে, ফোনটি আগামী ১৬ নভেম্বর বাজারে উন্মোচিত হবে।
অপো এ১ প্রো ফাইভজি
তথ্য অনুযায়ী, অপোর নতুন ফোনে কার্ভড এজ ডিসপ্লে থাকবে। ডিভাইসটির রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা সমন্বিত একটি ডিম্বাকৃতি মডিউল দেখা যাবে। এতে থাকবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ।
ফুল এইচডি প্লাস রেজুলেশনের ফোনটিতে থাকবে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ১০ বিট কালারের নতুন এই ফোনে থাকবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেটের ফোনটির র্যাম ১২ জিবি এলপিডিডিআর৪এক্স। স্টোরেজ হিসেবে আছে ২৫৬ জিবি ইউএফএস ৩.১। মাইক্রোএসডি কার্ড স্লটও থাকায় অতিরিক্তি স্টোরেজ ব্যবহার করার সুযোগ থাকছে।
সেলফিপ্রেমীদের জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট।
ফোনটির বাজার মূল্য কেমন হবে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যেই হবে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর