ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন মঈন আলি
- Details
- by খেলাধুলা প্রতিবেদক
টানা খেলার মধ্যে আছে ইংল্যান্ড ক্রিকেট দল। মাত্রই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ধঁকল গেছে তাদের ওপর। কিন্তু বিশ্বজয়ের আনন্দ নিয়ে এখনই দেশে ফেরা হচ্ছে না ইংলিশদের। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দলকে। ঠাসা এই সূচি নিয়ে চটেছেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক মইন আলি।
ইংল্যান্ডের ঠাসা সূচিতে চটেছেন মঈন আলি
বিশ্বকাপের পর সব দেশ অস্ট্রেলিয়া ছেড়ে গেছে। কিন্তু ইংল্যান্ড দল এখনও রয়ে গেছে ক্যাঙ্গারুর দেশে। আগামী বৃহস্পতিবারই স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ইংলিশদের। এই সিরিজ এবং বিশ্বকাপের মাঝামাঝিতে মইনদের ছুটি মোটে তিনদিনের। তা নিয়ে ক্ষুব্ধ মইন।
ইংলিশ অলরাউন্ডারের মতে ঠাসা এই সূচিতে ক্রিকেটারদের পক্ষে শতভাগ দেওয়া সম্ভব নয়। মইন ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক, ‘মাত্র তিন দিনের বিশ্রাম! এরপর আবার ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামতে হবে। এটা ভয়ঙ্কর। তাও ভালো যে দুদিন পরই মাঠে নামতে হচ্ছে না। বৃষ্টির কারণে বিশ্বকাপ ফাইনাল না হলে আমাদের সোমবার খেলতে হতো।’
ইংল্যান্ড যোগ করেন, ‘আমরা এমন ঠাসা সূচিতে খেলতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু দুই-তিনদিন পরপর খেলা খুব কঠিন। শতভাগ দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। ২০১৯ বিশ্বকাপেও ওয়ানডে বিশ্বকাপ জয়ের দুই সপ্তাহ অ্যাশেজ সিরিজ় ছিল। ১০ দিন পর আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে হয়েছে আমাদের।’
এবার তো আরও বাজে অবস্থা। ক্ষোভটা তাই চেপে রাখতে পারেননি মইন। তার ভাষায়, ‘এটা লজ্জাজনক ঘটনা। দল হিসেবে আমরা জয়টা (বিশ্বকাপ ট্রফি জয়) উদযাপন করতে চাই, উপভোগ করতে চাই। কারণ এই টুর্নামেন্টে আমরা সবটুকু নিংড়ে দিয়েছি। কেবল বিশ্বকাপেই নয়, এর আগে প্রস্তুতি ম্যাচগুলোতেও আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর