মেন্টরস 'স্টাডি উইক', জানা যাবে বিদেশে কোথায়-কিভাবে ভর্তি-স্কলারশিপ
- Details
- by শিক্ষা
শিক্ষার্থীদের জন্য রাজধানী ঢাকায় শুরু হচ্ছে মেন্টরস ‘স্টাডি উইক’। মেন্টরস স্টাডি এব্রোড এর আয়োজনে এটি শুরু হবে ১৬ নভেম্বর। চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
ঢাকায় শুরু হচ্ছে মেন্টরস ‘স্টাডি উইক’
১৫ নভেম্বর, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মেন্টরস কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্টাডি উইকে অংশ নেওয়া শিক্ষার্থীরা খুব সহজে জানতে পারবেন লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়ায় অবস্থিত বিভিন্ন ওয়ার্ল্ড র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য, স্কলারশিপ এবং যাবতীয় বিষয়।
এতে বলা হয়, ১৬ থেকে ১৯ নভেম্বর দুপুর ৩টা থেকে মেন্টরস মৌচাক ব্রাঞ্চ, বনানী ব্রাঞ্চ ও কলাবাগান ব্রাঞ্চে এবং ২০ নভেম্বর মেন্টরস মিরপুর ব্রাঞ্চে সকাল ১১টা থেকে, সাড়ে ৩টায় মেন্টরস উত্তরা ক্যাম্পাস-২ তে এ আয়োজন হবে। সম্পূর্ণ বিনা খরচে স্টাডি উইকে অংশ নিতে পারবেন যেকোনো বয়সের যেকোনো শিক্ষার্থী।
এছাড়া যেকোনো ধরনের তথ্যের জন্য ০১৭১৩২৪৩৪০৯, ০১৭১৩২৪৩৪১৩, ০১৭১৩২৪৩৪২৭, ০১৭১৩২৪৩৪৩৭, ০১৭১৩২৪৩৪১৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর