৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন, মূল্য ১৬ হাজার!
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
বাংলাদেশে আরও একটি সাশ্রয়ী মূল্যের ফোন এনেছে অপো। এ১৭ মডেলের এ স্মার্টফোনে রয়েছে বড় ডিসপ্লেসহ চমৎকার কনফিগারেশন। ফোনের ডিজাইনকে অনন্য করে তুলতে ফোনটিতে দেওয়া হয়েছে প্রিমিয়াম লেদার ফিল। ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা!
অপো এ১৭
অপোর নতুন ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০ বাই ১৬১২ পিক্সেল। ডিভাইসটি পানি প্রতিরোধক।
ফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা। ক্যামেরায় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনে রয়েছে মিডিয়াটেক এমটি৬৭৬৫ হেলিও জি৩৫ প্রসেসর। ৮ জিবি র্যামের এই ফোনে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। ৪ জিবি ভার্চুয়াল র্যাম থাকায় ব্যাকগ্রাউন্ড অ্যাপ অপ্টিমাইজেশন ফ্রিকোয়েন্সি এবং কম ব্যবহৃত অ্যাপগুলোকে স্টোরেজে লোডকে কমিয়ে রম সম্প্রসারিত করে।
ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ায়ের শক্তিশালী ব্যাটারি। এ শক্তিশালী ব্যাটারির মাধ্যমে সারাদিন মাল্টি-অ্যাপ, মিডিয়া ও ক্যামেরা ব্যবহারে ব্যাটারির ফুরিয়ে যাবে না। ডিভাইসটি দুটি চমৎকার রঙে কেনা যাবে। লেক ব্লু ও মিডনাইট ব্ল্যাক।
একনজরে অপো এ১৭ এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৫৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে
প্রসেসর: মিডিয়াটেক এমটি৬৭৬৫ হেলিও জি৩৫ প্রসেসর
র্যাম: ৮ জিবি
স্টোরেজ: ৬৪ জিবি
ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
দাম: ১৫,৯৯০ টাকা
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর