ব্যয় কমাতে 'ডিজিটাল ওয়ার্ল্ড' বাতিল
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
দেশীয় আইসিটি খাতের সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ব্যয় কমাতে বাতিল করা হয়েছে এ সম্মেলন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ চলতি অর্থবছরে ১৪টি অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
ব্যয় কমাতে ডিজিটাল ওয়ার্ল্ড বাতিল
চলতি অর্থবছরে ১৯টি অনুষ্ঠান আয়োজনের জন্য অর্থ বিভাগের কাছে ৭৫ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল আইসিটি বিভাগ। এরমধ্যে ৫টি অনুষ্ঠিত হয়েছে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘কৃচ্ছ্রসাধন এবং অর্থ সাশ্রয়ের জন্য সব আয়োজন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। অর্থ বিভাগকে আমরা তা জানিয়ে দিয়েছি।'
আগামী ৮ থেকে ১২ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনের কথা ছিল। এ জনয় খরচ ধরা হয়েছিল ১৬ কোটি টাকা।
চলতি অর্থবছরে আইসিটি বিভাগ ইতিমধ্যে যে ৫টি অনুষ্ঠান আয়োজন করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের জন্য। ৬ থেকে ১১ নভেম্বর এ আয়োজনে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর