রোনালদোকে ছেড়ে ক্লাব বিক্রির ঘোষণা ম্যানইউর
- Details
- by খেলাধুলা ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। গত কয়েক মৌসুমে ক্লাবের উন্নতির গ্রাফও নিম্নমুখী। এর মধ্যেই মঙ্গলবার রাতে ক্লাব বিক্রির ঘোষণা দিয়েছে রেড ডেভিলসরা। একইদিন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় ক্লাবটি।
ম্যানচেস্টার ইউনাইটেড
২০০৫ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় আছে যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। সে বছর ৭৯০ মিলিয়ন ইউরো দিয়ে ক্লাবটি কিনেছিল তারা। কিন্তু গত কয়েক বছর ধরে ক্লাব সমর্থকদের সমালোচনার মুখে আছে মালিকপক্ষ।
শেষ পাঁচ বছরে কোনো ট্রফি নেই। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামেও কোনো উন্নয়ন হয়নি। এ ছাড়া আর্থিকভাবে বিপুল দেনায় ডুবে আছে ইউনাইটেড। গত মার্চ পর্যন্ত ক্লাবের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৬০ কোটি মার্কিন ডলারে।
সব মিলিয়ে এবার আর ক্লাবের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে না গ্লেজার পরিবার। তাই বেচার জন্য উঠেপড়ে লেগেছেন।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর