৩৬ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ভারতের রাজধানী দিল্লির চাঁদনিচক মার্কেটের আগুন। ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট অব্যাহতভাবে চেষ্টা চালিয়েও গত বৃহস্পতিবার রাতে লাগা এ আগুন নেভাতে সক্ষম হয়নি। খবর ইন্ডিয়া টুডে।
জ্বলছে দিল্লির চাঁদনি চক মার্কেট
খবরে বলা হয়েছে, বিধ্বংসী এই আগুনে দেড় শতাধিক দোকান পুরোপুরিভাবে পুড়ে গেছে। এখন পর্যন্ত অন্তত তিনটি বহুতল ভবন ভেঙে পড়েছে। আশপাশের আরও কয়েকটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, ওই এলাকাজুড়ে ইলেকট্রিক সামগ্রীর প্রচুর দোকান রয়েছে। এসব দোকানে বিদ্যুতের বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। সব মিলিয়ে সেখানে প্রচুর দাহ্য পদার্থ ছড়িয়ে ছিল। ধারনা করা হয়েছে সে কারণেই আগুন এতটা বিধ্বংসী আকার নিয়েছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মার্কেটের একদিকে আগুন নেভানো হলে আরেকদিকে আবার জ্বলে উঠছে। এছাড়া বাজারের সরু ও যানজটপূর্ণ গলির কারণে আগুন নিয়ন্ত্রণে তাদের হিমশিম খেতে হচ্ছে। তবে রাতে আগুন লাগায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গত বৃহস্পতিবার রাতে দিল্লির চাঁদনি চক মার্কেটের ইলেকট্রিক পণ্যের পাইকারি বাজারে প্রথম আগুন লাগে। এরপর সেটি পাশের ভাগীরথ প্লেস মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ২২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবু দেড় দিনেও সে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।