সফটওয়্যার সমস্যার কারণে চীন থেকে ৬৭ হাজার ৬৯৮ গাড়ি প্রত্যাহার করছে মার্কিন ইলেকট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। চীনা রাষ্ট্রীয় মিডিয়া সিনহুয়া নিউজ এজেন্সি শুক্রবার এ তথ্য জানিয়েছে।
টেসলা এস মডেল ও এক্স মডেলের গাড়ি
চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশনের মতে, টেসলা যেসব গাড়ি প্রত্যাহার করেছে, সেগুলো মডেল এস এবং মডেল এক্স সিরিজের। গাড়িগুলো ২৫ সেপ্টেম্বর, ২০১৩ থেকে ২১ নভেম্বর, ২০২০ এর মধ্যে তৈরি করা হয়েছিল।
চীনের শীর্ষ বাজার পর্যবেক্ষণকারী সংস্থাটি বলেছে, গাড়িটিতে সফটওয়্যারজনিত কিছু সমস্যা দেখা গেছে। এর ফলে ব্যাটারি ব্যবস্থাপনা সিস্টেমটি মাঝে মধ্যেই স্ক্রিনে ‘রক্ষণাবেক্ষণের প্রয়োজন’ ও ‘নিরাপদ পার্কিং’ এর মতো ভুল সতর্কতা জারি করে। এটি ব্যাটারির পাওয়ার বন্ধ করে দিতে পারে। এছাড়া এটি কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত সংঘর্ষেরও কারণ হতে পারে।
টেসলা জানিয়েছে, প্রত্যাহার করা গাড়িগুলোতে তারা বিনামূল্যে সফটওয়্যার আপডেট সরবরাহ করবে।
এর আগে গত এপ্রিলে টেসলা সেমিকন্ডাক্টর সমস্যার কারণে চীন থেকে তিনটি মডেলের প্রায় ১ লাখ ২৮ হাজার গাড়ি প্রত্যাহার করে নিয়েছিল। ওই সমস্যার কারণে গাড়িগুলো দুর্ঘটনায় পড়ার আশঙ্কা ছিল।
এদিকে গত সেপ্টেম্বরে টেসলা চীনে রেকর্ড ৮৩ হাজার ১৩৫টি গাড়ি বিক্রি করেছে।