পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতরা নিয়ম ভাঙলে (কোড অব কনডাক্ট) চাইলেই ব্যবস্থা নিতে পারে শক্তিশালী দেশগুলো। কিন্তু শক্তি না থাকায় তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না বাংলাদেশ। তবে সময় হলে অবশ্যই বাংলাদেশ অ্যাকশনে যাবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
২৬ নভেম্বর, শনিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি বলেন, গত নির্বাচনে ২০-২১ জন রাশিয়ান কূটনীতিককে দেশ থেকে বের করে দিয়েছিল আমেরিকা। নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এছাড়া দেশের ভেতরে যেসব সংস্থা রাশিয়া সহযোগিতা করেছে তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমেরিকা শক্তিশালী দেশ হওয়ায় এসব সহজেই করতে পারে। আমাদের শক্তি সামর্থ্য না থাকায় আমরা এ ধরনের পদক্ষেপ নিতে পারি না। তবে সময় হলে বাংলাদেশও এমন পদক্ষেপে যাবে।