সৌদি আরবের কাছে হার দিয়ে কাতার বিশ্বকাপ যাত্রা শুরু করে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের বৈতরণী পার হতে চাইলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই লা আলবিসেলেস্তেদের। এমন সমীকরণে আজ বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ সে ম্যাচে খেলার ধরনে কোনো পরিবর্তন আনতে চান না প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি।
অনুশীলনে আর্জেন্টিনা দল
মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, ‘আমরা মেক্সিকোর খেলা দেখেছি। এরইমধ্যে ওদের নিয়ে চিন্তা করেছি। তবে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারার দিন যে ধরনে খেলেছি, পরবর্তী ম্যাচেও সেটাই থাকবে। কোনো পরিবর্তন আসবে না।’
শক্তির বিচারে এগিয়ে থাকলেও মেক্সিকোকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ, ‘মেক্সিকো দুর্দান্ত একটা দল সেটা আগেই বলেছি। দল হিসেবে ওরা আগ্রাসী। ওদের অসাধারণ একজন কোচ আছে। তবে আমরা আমাদের খেলার ধরনে পরিবর্তন আনব না। আমরা হয়তো শুরুতেই একটা ধাক্কা খেয়েছি। এরপরও আমাদের নিজেদের পরিকল্পনায় ভরসা রাখতে চাই।’
ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে স্ক্যালোনি বলেন, ‘আমি প্রথম ম্যাচ থেকেই সবকিছুর জন্য প্রস্তুত ছিলাম। এটা ফুটবল। তাই এখানে সবকিছুই ঘটতে পারে। খেলায় হারজিত আছেই। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিশ্বকাপের ম্যাচেই হারতে হলো। তবে আমা কিছুটা ভাগ্যবান যে প্রথম ম্যাচে হেরেছি। আপনি একটা ম্যাচ হারতেই পারেন। তবে আসল কথা হলো আপনি কিভাবে সেখান থেকে বের হয়ে আসবেন।’
বিশ্বকাপের মতো আসরে প্রথম ম্যাচের অনুভূতি নিয়ে স্ক্যালোনি বলেন, ‘এত বড় আসরের প্রথম ম্যাচে নার্ভাস থাকাটা স্বাভাবিক। আর্জেন্টিনা অন্য দলগুলোর থেকে আলাদা। আপনারা বেশ ভালোভাবেই জানেন আর্জেন্টিনা দল হিসেবে কেমন। এই দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলার অনভূতি সত্যিই দারুণ।’