নেইমারের সুস্থতায় নাসার প্রযুক্তি!
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হলেও নেইমারের চোট ব্রাজিলকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তবে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর স্বস্তির সংবাদ দিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসকরা। তারা বলছেন, দ্রুতই মাঠে ফিরতে পারবেন নেইমার।
নেইমারের সুস্থতায় নাসার প্রযুক্তি
চোট থেকে দ্রুত সেরে উঠতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। ব্যবহার করছেন নাসার একটি প্রযুক্তিও। ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে নেইমার নিজেই বিষয়টি জানিয়েছেন।
ছবিতে কম্প্রেশন বুট দেখা যাচ্ছে, যাতে নাসার প্রযুক্তি রয়েছে। এই বুট পেশীর আঘাত ও হাড়ের সমস্যা দ্রুত সাড়াতে পারে।
নাসার বুটে তিনটি কৌশল প্রয়োগ করা হয়েছে। যা স্বয়ংক্রিয়ভাবে ফোলা ও ব্যথা কমিয়ে রক্ত সঞ্চালনকে সক্রিয় করে। পেশীর ওপর চাপ থাকার ক্লান্তি কমায়। জমে থাকা ল্যাকটিক অ্যাসিড দূর করে এবং নরম টিস্যুর ব্যাধি দূর করে।
জানা গেছে, সুস্থ হলেও আগামী ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারকে মাঠে নামাবেন না ব্রাজিল কোচ তিতে। এই ম্যাচে জয় পেলে ব্রাজিলের শেষ ১৬ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। পরিস্থিতি বিচারে পরের ম্যাচেও বিশ্রাম দেওয়া হতে পারে তাকে। শেষ ১৬’র ম্যাচেই মাঠে নামতে পারেন নেইমার।
উল্লেখ্য, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশ গবেষণায় নাসা গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর