ব্রাজিলের সমর্থক পাপন, পছন্দ করেন মেসি-রোনালদোকেও
- Details
- by খেলাধুলা প্রতিবেদক
সারাবিশ্ব কাঁপছে ফুটবল জ্বরে। প্রিয় দলকে সমর্থন দিতে টিভি সেটের সামনে বসে যাচ্ছেন ফুটবলপ্রেমীরা। ক্রিকেট সংগঠক নাজমুল হাসান পাপনও এর ব্যতিক্রম নন। নিয়মিত কাতার বিশ্বকাপের খেলা উপভোগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির এই শীর্ষ কর্তা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থক তিনি।
নাজমুল হাসান পাপন
সাধারণত ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার ঘোর বিরোধী হয়ে থাকে। অবশ্য এদিক থেকে ভিন্ন পাপন। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদেরও পছন্দ বিসিবি বসের। তার প্রিয় খেলোয়াড়ের তালিকায় আছেন আর্জেন্টাইন অধিনায়ক এবং অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকেও পছন্দ করেন পাপন।
ব্রাজিল এবং আর্জেন্টিনা ছাড়া ফ্রান্সের খেলাও দারুণ উপভোগ করেন পাপন। আজ প্রচারমাধ্যমকে বিসিবি প্রধান বলেন, ‘আমি একটা খেলাও দেখা বাদ দেই না। শুধু আজকে একটা ম্যাচ দেখতে পারিনি। আমি আসলে ছোটবেলা থেকে যে দল জিততো তাদের সাপোর্ট করতাম। যখন বুঝতে শুরু করলাম, সবাই বলে ব্রাজিল। তাই আমিও ব্রাজিল করতাম। ব্রাজিল যেহেতু আমার দল, বিশ্বকাপে তাদের তো সমর্থন দেবোই। ফ্রান্সের খেলাও আমার অনেক ভালো লাগে।’
‘আর্জেন্টিনা অবশ্যই সাংঘাতিক একটা দল। এক মেসিই তো ওদের জন্য যথেষ্ট। সমস্যা হচ্ছে শুধু মেসিকে নিয়ে দল চালানো কঠিন। ওদের অন্য কোনো খেলোয়াড়কে ওভাবে চোখে পড়েনি। অবশ্যই মেসি সেরা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ওর অনেক বড় ভক্ত। আমি রোনালদোকেও খুব পছন্দ করি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে বেশি মেসি নির্ভর মনে হয়েছে আর্জেন্টিনাকে। তবে তারা অবশ্যই ভালো দল।’
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর