স্বরাষ্ট্রমন্ত্রী: আমাদের দুর্বলতার ফাঁক দিয়ে পালিয়েছে জঙ্গিরা
- Details
- by নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিরা পালিয়ে যাওয়ার পরিকল্পনা অনেক দিন ধরে করেছে। আমাদের দুর্বলতা ছিল, সেই দুর্বলতার ফাঁক দিয়ে জঙ্গিরা পালিয়ে গেছে। এখন জানার বিষয়, এ দুর্বলতা কারা তৈরি করল, কিভাবে তৈরি করল, কারা এর জন্য দায়ী। এসব বের করতে আপাতত দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
২৯ নভেম্বর, মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ঢাকার আদালত থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় এখনো প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কমিটি। প্রতিবেদন পাওয়া গেলে সে অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে। কারাগারে বন্দী জঙ্গিরা যেন সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কারা কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো.আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী হোসেন, কারা মহপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক। অনুষ্ঠানে কাশিমপুর কারাগারে কারা কর্মকর্তা, কর্মচারী ও কারারক্ষীরা অংশ নেন।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর