বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- Details
- by নিজস্ব প্রতিবেদক
পরিবেশবান্ধব বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহিত করতে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বিইএসটি) প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে এ ঋণ দেওয়া হচ্ছে।
আরও বলা হয়, এ ঋণের টাকা দিয়ে পরিবেশবান্ধব বিনিয়োগে আর্থিক খাতকে উৎসাহিত করার জন্য একটি গ্রিন ক্রেডিট গ্যারান্টি স্কিম প্রতিষ্ঠা করা হবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে ঢাকা শহর ও আশপাশে বসবাসকারী ২১ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে। বায়ুদূষণ কমিয়ে আনতে কাজ করবে পতিষ্ঠানগুলো।
ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানড্যান চেন বলেন, বাংলাদেশের পরিবেশগত সমস্যা মোকাবেলায় অনেক পুরোনো অংশীদার বিশ্বব্যাংক। এ সহায়তা দেশের পরিবেশগত দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নে কাজ করতে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তুলবে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর