গেমিং ল্যাপটপ কেনার সময় একটি কথা মাথায় রাখতে হবে। তা হলো, এটি সাধারণের ব্যবহারের জন্য তৈরি নয়। যারা গেমভক্ত এবং গেমের উন্নত অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য গেমিং ল্যাপটপ। তাই গেমারদের জন্য ভালো মানের ল্যাপটপ নিয়ে এসেছে তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। ল্যাপটপের মডেল আসুস আরওজি জেফিরাস এম১৬ জেন।

asus rog zephyrus m16আসুস আরওজি জেফিরাস এম১৬ জেন

আসুসের নতুন ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর-আই৯ ১১৯০০এইচের ২.৫ গিগাহার্জের প্রসেসর। রয়েছে ৪ জিবি র‍্যাম, ২ টেরাবাইট এসএসডি কার্ড এবং জিডিডিআর৬ ৮ জিবির গ্রাফিক্স কার্ড।

ল্যাপটপে রয়েছে ১৬ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল। ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটেরর এই ল্যাপটপে ৩এমএস রেসপন্স টাইম, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামাট কভারেজ এবং ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করে।

ল্যাপটপে রয়েছে প্রতি ঘণ্টায় ৯০ ওয়াট ক্ষমতা সরবরাহকারী ব্যাটারি। ফলে এক চার্জে ১০ ঘণ্টা পর্যন্ত চলবে।

এতে রয়েছে ইন্টেলিজেন্ট কুলিং ফিচার আছে, যা লিকুইড মেটাল কম্পাউন্ড প্রয়োগে সিপিইউকে শীতল করে। ফলে উচ্চ রেজুলেশনের গেমেও গরম হওয়ার সুযোগ নেই।

এই ল্যাপটপের দাম নির্ধারণ করা হয়েছে ২১৭০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২২ হাজার টাকা।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.