রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো শক্তিশালী নয় ইউরোপ!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রকে ছাড়া রাশিয়ার বিরুদ্ধে একা লড়াই করার জন্য যে শক্তির দরকার তা ইউরোপের নেই বলে জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউরোপকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন
শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে লোয়ি ইনস্টিউটে দেওয়া এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত হওয়া উচিত যে আমরা আরও শক্তিশালী হব। আমি নির্মম একটি সত্যি কথা বলতে চাই যে ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আমরা সমস্যায় পড়ে যাব।'
রাশিয়ার লাগাম টেনে ধরার জন্য চীনের দায়িত্ব সম্পর্কে এক প্রশ্নের জবাবে সানা মারিন বলেন, ‘চীন এই ব্যাপারে একটি ভূমিকা পালন করতে পারে। কিন্তু আমাদের কেবল এটির ওপর নির্ভর করা উচিত হবে না।'
৩৭ বছর বয়সি ফিনিশ প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, 'যুদ্ধে জয়ের জন্য যা কিছু দরকার তার সবকিছু ইউক্রেনকে দিতে হবে। রাশিয়ার অগ্রগতি প্রতিরোধ করতে প্রয়োজনীয় অস্ত্র, অর্থ এবং মানবিক সহায়তা কিয়েভকে সরবরাহ করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করেছে।'
সানা মারিন বলেন, 'আমাদের নিশ্চিত করতে হবে যে ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে আমরা সেই ক্ষমতা অর্জন করতে পারছি। এবং নিশ্চিত করতে হবে যে আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারি।'
মারিন উল্লেখ করেন, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে তখন থেকে নিরাপত্তার বিষয়টিকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে ফিনল্যান্ডের জনগণ। তিনি জানান, রাশিয়ার ইউক্রেনে হামলার আগ পর্যন্ত তারা ন্যাটোর সদস্য হওয়ার ব্যাপারে কোনো চিন্তাভাবনা করেনি। কিন্তু এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ন্যাটোর সদস্য হওয়া দরকার।
সূত্র: দ্য গার্ডিয়ান
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর