জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং তাদের এ সিরিজের নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। ফোনটির মডেল গ্যালাক্সি এ১৪ ফাইভজি। এরইমধ্যে এফসিসিসহ একাধিক গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেয়েছে স্যামসাং। ফোনটির একাধিক তথ্যও ফাঁস হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ১৪ ফাইভজি
স্যামসাংয়ের নতুন এই গ্যালাক্সি ফোন ভিন্ন দুটি প্রসেসরে উন্মোচিত হবে। মার্কিন বাজারের ফেনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট এবং বিশ্বের অন্যান্য দেশের মার্কেটে ব্যবহৃত হবে কোম্পানির নিজস্ব মিড-রেঞ্জের এক্সিনস প্রসেসর।
ফোনটিতে থাকবে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্টট। ফটোগ্রাফির জন্য ফোনের রিয়ার প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ- একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, বাকি দুটির তথ্য জানা যায়নি। ওয়াটার ড্রপ নচের এই ফোনে সেলফির জন্য থাকবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনের দাম জানা না গেলেও ধারণা করা হচ্ছে, মিড-রেঞ্জের ফাইভজি ফোন হতে যাচ্ছে এটি। ফোনটি সর্ম্পকে এর বেশি তথ্য জানানো হয়নি স্যামসাংয়ের পক্ষ থেকে।