প্রধানমন্ত্রী: ২০৪১ এর মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ
- Details
- by নিজস্ব প্রতিবেদক
২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করা হচ্ছে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সরকার সেনাবাহিনীকে শক্তিশালী ও আধুনিকায়নে নানা পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৪ ডিসেম্বর, রোববার চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
নবীন ক্যাডেটদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তোমরা মনে রাখবা, তোমরা এ দেশের সন্তান, তোমরাও জনগণের অবিচ্ছেদ্য অংশ। তাই তোমাদের জনগণের সুখ-দুঃখ ও হাসি-কান্নার সমান অংশীদার হতে হবে। সুযোগ্য নেতৃত্ব, দেশপ্রেম ও আন্তরিকতার মাধ্যমে দেশের সেবা করতে হবে।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয় দেশ। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ চলাকালীন এ সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশ গঠনের দায়িত্ব নেন। তার একটাই লক্ষ্য ছিল, সশস্ত্র বাহিনীকে পেশাদার ও শক্তিশালী বাহিনীতে পরিনত করা।’
শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালের পর মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলা হচ্ছিল। আমরা ক্ষমতায় এসে তা আবার উদ্ধার করি। সশস্ত্র বাহিনী যেন মুক্তিযুদ্ধের চেতনায় এবং আদর্শ নিয়ে গড়ে উঠতে পারে সেই পদক্ষেপ নেওয়া হয়। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ার সময়ে বঙ্গবন্ধু সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করেছেন। তারই নীতি অনুসরণ করছে বর্তমান সরকার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, এটা আমাদের সৌভাগ্য। এবার আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর