জবাবদিহিতা ছাড়াই ব্যাংকে রাখা যাবে ১০ লাখ টাকা
- Details
- by নিজস্ব প্রতিবেদক
এখন থেকে কোনো প্রশ্নের সম্মুখীন না হয়েই ব্যাংকে ১০ লাখ টাকা জমা রাখতে পারবেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নবনিযুক্ত নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।
বাংলাদেশ ব্যাংক
রোববার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় ব্যাংকের প্রধান নির্বাহীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গভর্নর আবদুর রউফ তালুকদার এই নির্দেশনা দিয়েছেন।
মো. মেজবাউল হক বলেন, ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় গ্রাহকেরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। তাদের কাছে টাকার উৎস জানতে চাওয়া হয়। টাকা জমা দিতে গিয়ে এতসব জবাবদিহিতার মুখে পড়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন তারা। এই কারণে অন্তত ১০ লাখ টাকা জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহককে অতিরিক্ত প্রশ্ন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক হুন্ডি বন্ধ করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। হুন্ডির মাধ্যমে যেন টাকা পাচার না হয় সে ব্যাপারে তদারকি অব্যাহত রেখেছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর