স্বাস্থ্যমন্ত্রী: আমার বাসা বারিধারায়, সেখানেও মশা
- Details
- by নিজস্ব প্রতিবেদক
ঢাকার অভিজাত আবাসিক এলাকা বারিধারায় থাকেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেখানেও মশার উপদ্রপের শিকার তিনি। মন্ত্রী বলেন, আমি বারিধারায় থাকি, অথচ এখানেও অনেক মশা। মশা ঢাকা শহরের সব জায়গাতেই আছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজের বাড়ি পরিষ্কার রাখতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
৫ ডিসেম্বর, সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, শহরে যত মশা, গ্রামে কিন্তু অত মশা নেই, ওখানে ডেঙ্গু রোগীর সংখ্যাও কম। ডেঙ্গুর সংখ্যা ঢাকা শহরেই বেশি। এখানে ড্রেনেজ সিস্টেম বেশি, পানিও জমে থাকে বেশি। এসব জায়গায় স্প্রে করা প্রয়োজন। সিটি করপোরেশন থেকে নজরদারি বাড়ালে আশা করি মশা কমে আসবে। যদিও তারা চেষ্টা করছে, স্প্রে করছে। তবে যে পরিমাণে দেওয়ার কথা সে পরিমাণ হয়তো দেওয়া হচ্ছে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগী সংখ্যা, মৃত্যুর হার অনেক বেড়ে গিয়েছিল। এটা শুধু আমাদের দেশে না আশপাশের দেশেও বেড়ে গিয়েছিল। এখন পর্যন্ত ৫৮ হাজার রোগী আমরা পেয়েছি। এরমধ্যে ঢাকাতেই ডেঙ্গু আক্রান্ত ছিল ৩৬ হাজার। তবে এখন আক্রান্ত রোগীর সংখ্যা কমছে, আগে ১ হাজার রোগী প্রতিদিন আসতো, এখন ৪০০ করে ভর্তি হচ্ছে। মৃত্যুর হারও কমেছে। আমরা আশা করছি, আরও কমবে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর