ইসলামী ব্যাংকগুলোকে ‘বিশেষ সুবিধা’ দেবে কেন্দ্রীয় ব্যাংক
- Details
- by নিজস্ব প্রতিবেদক
তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডসহ শরীয়াহ্ ভিত্তিক বা ইসলামী ব্যাংকগুলোকে বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতিদিন সুকুক বন্ডের বিপরীতে ধার নিতে পারবে ইসলামী ব্যাংকগুলো।
ইসলামী ব্যাংকগুলোকে ‘বিশেষ সুবিধা’ দেবে কেন্দ্রীয় ব্যাংক
৫ ডিসেম্বর, সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ তারল্য সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতিদিন ধার নিতে পারবে ইসলামী ব্যাংকগুলো। এ ক্ষেত্রে ন্যূনতম এক কোটি টাকা নিতে হবে। তবে ১৪ দিন পর মুনাফাসহ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থেকে সেই টাকা সমন্বয় বা কেটে রাখবে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধা পেতে একটি ফর্মে আবেদন করতে হবে ব্যাংকগুলোকে।
সম্প্রতি ইসলামী ব্যাংকের সাড়ে ৯ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির খবর প্রকাশ হওয়ায় আতঙ্কে আছেন ব্যাংকটির আমানতকারীরা। এতে অনেকে ব্যাংক থেকে জমা টাকা (আমানত) তুলে নিচ্ছেন।
এতে ব্যাংকটিতে আমানতের পরিমাণ আশঙ্কাজনক হারে কমছে। গত অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এক মাসের ব্যবধানে ব্যাংকটির আমানত কমেছে দুই হাজার ৯০০ কোটি টাকা।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর