চীনের ক্ষোভ উপেক্ষা করে তাইওয়ানে অস্ট্রেলীয় এমপিরা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের একটি দল তাইওয়ানে অবস্থান করছে। চীনের কড়া নির্দেশনা উপেক্ষা করেই তারা তাইওয়ান সফর করছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তাদের এই সফর প্রমাণ করে, তারা চীনের সতর্কতাকে কোনো গুরুত্ব দেননি। তারা তাইওয়ান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। এএফপির খবর।
চীনের ক্ষোভ উপেক্ষা করে তাইওয়ানে অস্ট্রেলীয় এমপিরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ওউ সাংবাদিকদের বলেন, সফরে প্রতিনিধি দলটি পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করবে। অস্ট্রেলিয়ান পার্লামেন্ট তাইওয়ানের প্রতি খবুই বন্ধুত্বপূর্ণ। ক্যানবেরার সাথে তাইপের সম্পর্ক শক্তিশালী ও বৈচিত্রময়। দুপক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তবে সফরের উদ্দেশ্যে নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
প্রতিনিধি দলের একজন মুখপাত্র জানান, বেইজিং-ক্যানবেরার সম্পর্ক চীনের ক্ষোভের ঝুঁকির মধ্যেই আমরা সফর করছি। গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সফরের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে। বেইজিং জানায়, অস্ট্রেলিয়ার উচিত ‘এক চীন নীতি’র প্রতি সম্মান দেখানো। তাইওয়ানের স্বাধীনতার মনোভাবের ব্যাপারে সঠিক ধারনা রাখা উচিত অস্ট্রেলিয়ার।
বেইজিং বরাবরাই তাইওয়ানকে নিজ অঞ্চল হিসেবে মনে করে। প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও দিয়েছে চীন। চীনের এই মনোভাবের সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সময়ে তাইওয়ান নিয়ে বেশি উত্তেজনা দেখা যাচ্ছে।
গত আগস্ট মাসে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় চীন তার সফর ঘিরে নানা কড়া পদক্ষেপ নেয়। পুরো তাইওয়ানের চারপাশে মহড়া দেয় বেইজিং। এ সময় বড় বড় যুদ্ধবিমান আকাশে ওড়ায় তারা। তাছাড়া তাইওয়ান প্রণালীতে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ অস্ট্রেলিয়ার সংবাদপত্রে জানান, এমপিদের সফর কোনো সরকারি সফর নয়। ছয়জন এমপির প্রতিনিধি দলে মধ্য-বাম ক্ষমতাসীন লেবার পার্টির পাশাপাশি বিরোধী লিবারেল পার্টি ও ন্যাশনাল পার্টির এমপিরাও রয়েছেন। আমরা ‘এক চীন’ নীতিকেই সমর্থন করি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর