টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- Details
- by খেলাধুলা প্রতিবেদক
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লিটন কুমার দাস।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। গত ৪ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে টানটান উত্তেজনার পর ১ উইকেটে পরাজয় বরণ করে রোহিত শর্মার নেতৃত্বাধীন সফরকারী ভারত শিবির। সে ম্যাচে স্বাগতিকদের জয়ের বড় কৃতিত্ব মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমানের। শেষ উইকেটে নিরবচ্ছিন্ন থেকে জয় ছিনিয়ে আনেন এই দুইজন। ৩৮ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন মিরাজ।
এছাড়া অলরাউন্ড পারফর্ম করেছেন সাকিব আল হাসান। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে ভারতকে। অন্যদিকে বাংলাদেশ জিতলে তৃতীয় তথা শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতায় রুপ নেবে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর