বাংলাদেশে প্রথমবার আন্তর্জাতিক ফ্লিট রিভিউ
- Details
- by নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লিট রিভিউ আয়োজন করছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনীর সদস্যরা এতে অংশগ্রহণ করেছে। বুধবার কক্সবাজারের ইনানীতে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে প্রথমবার আন্তর্জাতিক ফ্লিট রিভিউ
নৌবাহিনীর প্রথা অনুযায়ী ‘শিপস বেল’ বাজিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন দেশের নৌসদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে সমুদ্রে একটি বিশেষ মহড়া প্রদর্শন করে বাংলাদেশ নৌবাহিনী। এর আগে সকালে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো ফ্লিট রিভিউ আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশসহ ২৮ দেশের ৪৩টি যুদ্ধজাহাজ, দুটি বিএন এমপিএ, চারটি বিএন হেলিকপ্টার অংশ নিয়েছে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর