প্রথমবারের মতো সৌদি আরবে শি জিনপিং
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনদিনের সফরে সৌদি আরবে পৌঁছেছেন। দেশটিতে এটা তার প্রথম সফর। রিয়াদে সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করবেন তিনি। পাশাপাশি আগামী শুক্রবার উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর সাথে একটি শীর্ষ সম্মেলনে যুক্ত হবেন শি। তার সফরের মূল এজেন্ডা মূলত জ্বালানি। খবর টিআরটি ওয়ার্ল্ড।
যুবরাজ সালমান ও শি জিনপিং
সৌদি রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ২০২০ সালের করোনাভাইরাস মহামারীর পর এনিয়ে শি জিংপিং তৃতীয়বারের মতো বিদেশ সফর করছেন। বৈঠকগুলোতে জ্বালানি নিয়ে আলোচনা করবেন চীনা প্রেসিডেন্ট। তাছাড়া আরব নেতাদের সাথে দীর্ঘ পরিসরে বৈঠক করবেন তিনি। জিসিসি প্রধান নায়েফ আল হাজরাফ বলেন, জিসিসি দেশগুলো চীনকে বাণিজ্যিক অংশীদার করতে চায়।
খবরে বলা হচ্ছে, সৌদি আরবের অপরিশোধিত তেলের বৃহত্তম আমদানিকারক চীন। তেলের দাম নিয়ে চীনের সাথে বিস্তারিত আলোচনা হতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়েছে। চীন মূলত জ্বালানি সংকট মোকাবেলায় সৌদির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে।
অবশ্য জি-৭ জোটের সদস্য দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান তেলের মূল্যে লাগাম টানতে প্রতি ব্যারেল মূল্য ৬০ ডলার নির্ধারণ করেছে। এর বেশি দাম দিয়ে তারা রাশিয়ান তেল কিনবে না।
এদিকে সৌদি সফরে শি জিনপিংয়ের বিস্তারিত আলোচনার বিষয় প্রকাশ করা হয়নি। সৌদি কিংবা চীনের পক্ষ থেকে কোনোকিছু স্পষ্ট করা হয়নি। তবে সৌদি বিশ্লেষক আলী শিহাবি বলেছেন, শি জিনংয়ের সাথে সৌদি আরবের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে। জ্বালানি ছাড়াও চীন সৌদি আরবের সাথে কয়েকটি মেগা প্রকল্পে জড়িত হতে চাচ্ছে। সেসব বিষয়েও আলোচনা করবেন শি।
সৌদি আরবের মেগা প্রকল্প ‘নিয়ম’ সিটিতে অংশ নিতে চায় চীন। প্রকল্পটি বাস্তবায়নে ৫০০ বিলিয়ন ডলার খরচ হবে। শহরটিতে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হবে। তাছাড়া চীন আগে থেকেই সৌদির সাথে অস্ত্র বিক্রি ও উৎপাদনে একসাথে কাজ করছে।
শির সফরের ওপর গভীর নজর রাখাছে যুক্তরাষ্ট্র। আগে থেকেই তেলের উৎপাদন কম করার সিদ্ধান্তের কারণে সৌদির ওপর ক্ষেপে আছে দেশটি। সৌদির সিদ্ধান্তের সাথে রাশিয়াও যুক্ত থাকার কারণে বিষয়টি নিয়ে ওয়াশিংটন রিয়াদের ওপর ক্ষিপ্ত।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর