সাকিব-মাশরাফিদের পাশে মিরাজ
- Details
- by খেলাধুলা প্রতিবেদক
যুব দলে থাকতেই নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন মেহেদি হাসান মিরাজ। অভিষেকের পর থেকে জাতীয় দলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। এবার মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানদের একটা কীর্তিতে ভাগ বসালেন মিরাজ।
মেহেদি হাসান মিরাজ
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মহাবিপদে পড়ে বাংলাদেশ। ৬৯ রানে ৬ উইকেটে হারানোর পর মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে সেই বিপদ সামাল দেন মিরাজ। সপ্তম উইকেটে এই দুইজন যোগ করেন ১৪৮ রান। রিয়াদ আউট হওয়ার পর নাসুম আহমেদকে নিয়ে আরও ৫৪ রান যোগ করেন মিরাজ। অপরাজিত থাকেন ১০০ রানে। এটা ওয়ানডে ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরি।
এক হাজার ৯৫৮ রান নিয়ে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামেন মিরাজ। ব্যক্তিগত ৪২ রানের সময় দুই হাজারি ক্লাবে পা রাখেন। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে দুই হাজার রান এবং ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মিরাজ।
মেহেদি হাসান মিরাজ
এর আগে প্রথম ওয়ানডেতে মিরাজের অসাধারণ ব্যাটিংয়ে ভর দিয়ে এক উইকেট জয় পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ৩৮ রানের বিরোচিত ইনিংস খেলেন খুলনার এই ক্রিকেটার।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর