অবিশ্বাস্য মিরাজ, দুর্দান্ত রিয়াদ; বাংলাদেশ ২৭১
- Details
- by খেলাধুলা প্রতিবেদক
ভারতের বিপক্ষে আজও ব্যর্থ হয়েছে টপঅর্ডার কিংবা মিডলঅর্ডারের সব ব্যাটসম্যান। বাকিদের মতো সাজঘরে ফেরার তাড়া দেখাননি মেহেদি হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বিপদে দুইজনই করেছেন দুর্দান্ত ব্যাটিং। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ।। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।
মিরাজ
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ঘরের মাঠে মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দরের বোলিং তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। আনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুবদের ব্যর্থতার দিনে দলীয় ৬৯ রানেই ৬ উইকেট হারায় লাল সবুজ শিবির।
আউট হওয়া এই ছয় ব্যাটসম্যানের মধ্যে ২০ এর কোটা পার হতে পেরেছেন কেবল নাজমুল হোসেন শান্ত। উমরানের শিকার হওয়ার আগে ৩৫ বলে তিন চারের মারে ২১ রান করেন রাজশাহীর এই ক্রিকেটার। ১২ রানে আসে মুশফিকের ব্যাট থেকে। বিজয় করেন ১১ রান। সাকিব ও লিটন করেন যথাক্রমে ৮ ও ৭ রান। অন্যদিকে গোল্ডেন ডাক মারেন আফিফ।
মাহমুদউল্লাহ রিয়াদ
টপঅর্ডার-মিডলঅর্ডারের এমন ব্যর্থতার দিনে সপ্তম উইকেটে ১৪৮ রানের জুটি গড়ে দলকে লজ্জার হাত থেকে বাঁচান মিরাজ ও রিয়াদ। রিয়াদ ৭৭ রানে ফিরে গেলে ভাঙে এই জুটি। ৯৬ বলে ৭ বাউন্ডারি হাঁকান সাবেক অধিনায়ক।
অন্যপ্রান্তে শেষ পর্যন্ত ১০০ রানে অপরাজিত থাকেন মিরাজ। ৮৩ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেতে আট চার এবং চারটি ছয় মারেন মিরাজ। ১৮ রানে অপরাজিত থাকেন মিরাজের সঙ্গী নাসুম আহমেদ। নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রানের পুঁজি পায় বাংলাদেশ।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর