নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ
- Details
- by নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৭ ডিসেম্বর, বুধবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরের দিকে বেশ ভিড় দেখা যায়। বেশি ভিড় হয়ে গেলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে।
পরে কার্যালয়ের সামনের সড়কে দফায় দফায় মিছিল করেন নেতাকর্মীরা। সড়কে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে পুলিশ। কার্যালয়ের সামনে দাঁড়াতে দিচ্ছে না। তাদের হামলায় কতজন আহত হয়েছেন তা এখনই বলা যাচ্ছে না।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর