জাতিসংঘে অন্তর্ভুক্ত হলো বঙ্গবন্ধুর উক্তি
- Details
- by নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তি জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) রেজ্যুলেশনের ১৪তম অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্তিটি হলো- ‘কারও প্রতি বিদ্বেষ নয়, আমরা চাই সকলের সঙ্গে বন্ধুত্ব’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুর্কমেনিস্তান ইউএনজিএ’র সভায় এই রেজ্যুলেশনটি পেশ করা হয়। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। যার শিরোনাম দেওয়া হয়েছে- ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ আ গ্যারান্টি অব পিস, ২০২৩’।
রেজ্যুলেশনের ১৪তম অনুচ্ছেদে বঙ্গবন্ধুর উদ্ধৃতিটি যেভাবে অন্তর্ভুক্ত হয়েছে
‘দারিদ্র্য, ক্ষুধা, রোগ, নিরক্ষরতা ও বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব স্বীকার করে এবং গঠনমূলক সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার চেতনায় ‘কারও প্রতি বিদ্বেষ নয়, আমরা চাই সকলের সঙ্গে বন্ধুত্ব’।
এই অংশটি ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধুর দেওয়া প্রথম ভাষণের ভিত্তিতে তৈরি করা হয়, যেখানে বঙ্গবন্ধু বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন।
এই রেজ্যুলেশনে সমর্থন দিয়েছে দক্ষিণ এশীয় দেশসহ ৭০টি দেশ।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর