কাতারে মুগ্ধ রোনালদো
- Details
- by খেলাধুলা ডেস্ক
কাতারে চলমান বিশ্বকাপের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমান টুর্নামেন্টের সবকিছুকেই চমকপ্রদ বলে উল্লেখ করেছেন তারকা এই ফুটবলার।
ক্রিস্টিয়ানো রোনালদো
৫ ডিসেম্বর, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা চমৎকার এবং অত্যাশ্চর্য। কাতারের পরিবহন ব্যবস্থা, আতিথেয়তা, স্টেডিয়ামের প্রশংসা করেন তিনি। স্টেডিয়ামগুলোর মধ্যে দূরত্ব কম থাকায় একজন ব্যক্তি একাধিক খেলা দেখতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
পর্তুগিজ এই ফরোয়ার্ড ফিফা ফ্যান ফেস্টিভ্যালেরও প্রশংসা করেছেন। এবারের বিশ্বকাপের আয়োজন নিখুঁত হয়েছে বলে জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। এছাড়া এখানকার আবহাওয়াও চমৎকার বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেছেন, এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। যারা বিশ্বকাপের খেলা দেখতে কাতার এসেছেন, তারা টুর্নামেন্ট শেষে চলে যাওয়ার সময় বেশ সুখকর একটি অভিজ্ঞতা নিয়ে যাবেন বলেই ধারণা করছেন কিংবদন্তি এই ফুটবলার।
সূত্র: গালফ টাইমস
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর