সরে দাঁড়ালেন জার্মান ফুটবল ফেডারেশন প্রধান
- Details
- by খেলাধুলা ডেস্ক
জার্মান ফুটবল এসোসিয়েশনের (ডিএফবি) স্পোর্টিং ডিরেক্টর অলিভার বিয়ারহফ পদত্যাগ করেছেন। কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডেই জার্মানি বিদায় নেওয়ার পর তিনি পদত্যাগ করেন। ৫ ডিসেম্বর, সোমবার ডিএফবি ঘোষণা করেছে, ১৮ বছর ধরে এই পদে দায়িত্ব পালন শেষে তিনি ফেডারেশন ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অলিভার বিয়ারহফ পদত্যাগ করেছেন
জার্মান ফুটবল দলের সাবেক স্ট্রাইকার বিয়েরফহ এক বিবৃতিতে বলেছেন, আমি আজ আমার সিদ্ধান্তের কথা জার্মান এফএ সভাপতি বার্ন্ড নিউয়েনডর্ফকে জানিয়েছি। নতুন আরেকজন যেন এই দায়িত্ব নিতে পারে তার জন্য সরে দাঁড়াচ্ছি।
৫৪ বছর বয়সি সাবেক এই ফুটবলার বলেন, জার্মান ফুটবল এসোসিয়েশন এবং জাতীয় ফুটবল দলের জন্য সেরাটা দেওয়াই আমার দায়িত্ব ছিল। তবে রাশিয়া এবং কাতার বিশ্বকাপে যা ঘটেছে তা বেদনাদায়ক। এজন্য ব্যর্থতার দায় নিয়েই পদত্যাগ করছি।
উল্লেখ্য, অলিভার বিয়েরহফ জার্মানির জাতীয় দল ও একাডেমির পরিচালকের দায়িত্বে ছিলেন। ২০২৪ সাল পর্যন্ত চুক্তি থাকলেও দুই বছর আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি ৭০ টি আন্তর্জাতিক ম্যাচে জার্মানির হয়ে ৩৭টি গোল করেছেন।
সূত্র: ডিডাব্লিউ
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর