বিএনপির নতুন প্রস্তাব কমলাপুর, পুলিশ বলছে বাঙলা কলেজ
- Details
- by নিজস্ব প্রতিবেদক
আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশ করার জন্য নয়াপল্টনের সাথে নতুন করে কমলাপুর স্টেডিয়াম মাঠের প্রস্তাব করেছে বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে মিরপুর বাঙলা কলেজ মাঠের কথা বলা হয়েছে।
বিএনপির নতুন প্রস্তাব কমলাপুর, ডিএমপি দিলো বাংলা কলেজ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করে বিএনপি প্রতিনিধি দল।
৮ ডিসেম্বর, বৃহস্পতিবার ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন বিএনপির ভাইস-চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু।
এ সময় তিনি বলেন, ‘নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিচ্ছে না ডিএমপি। তারা বলছে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে। এজন্য বিকল্প হিসেবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছি। তবে ডিএমপি বিকল্প হিসেবে বাঙলা কলেজ মাঠের কথা বলেছে। আজ রাতেই আমরা বাঙলা কলেজ ও কমলাপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করব। এরপর সিদ্ধান্ত হবে কোথায় সমাবেশ করা হবে।’
তাহলে বিএনপি কী নয়া পল্টনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে? এমন প্রশ্নে বরকতউল্লা বুলু বলেন, ‘পল্টনে সমাবেশ করতে দেবে না পুলিশ। আমরাও সোহরাওয়ার্দী উদ্যানে যাব না। তাই বৈঠকে বিকল্প দুটি মাঠের কথা এসেছে।’
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর