যুক্তরাজ্য: ইউক্রেনে যুদ্ধবিমান এখনই নয়
Feb 02, 2023
২০২৫ সালে কাতারের রাজধানী দোহায় বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ৫৯তম আসর অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের (আইটিটিএফ) শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ
আইটিটিএফ এর শীর্ষ সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আয়োজক দেশ নির্বাচনের প্রতিযোগিতায় দোহা স্পেনের বন্দর নগরী অ্যালিকান্তেকে ৫৭-৩৯ ভোটে পরাজিত করে।
উল্লেখ্য, ২০০৪ সালেও কাতারের দোহায় বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টও দোহায় অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র: গালফ টাইমস
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর