পিছু হটলেন মাস্ক, টুইটার অ্যাকাউন্ট ফেরত পেলেন সাংবাদিকরা
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
কিছুটা তোপের মুখে টুইটার থেকে সাসপেন্ড করা সাংবাদিকদের অ্যাকাউন্ট খুলে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমটির মালিক ইলন মাস্ক। সিএনএন, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসসহ খ্যাতনামা কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিয়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ মার্কিন সরকারের সমালোচনার শিকার হন মাস্ক।
টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক
কিছু সাংবাদিক ইলন মাস্কের ব্যক্তিগত খুঁটিনাটি প্রকাশ করে তাকে ও তার পরিবারের লোকজনকে বিপদের ঝুঁকিতে ফেলছেন, অভিযোগে সম্প্রতি কয়েকটি অ্যাকাউন্ট বাতিল করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই ব্যবসায়ী।
নিষিদ্ধ অ্যাকাউন্টগুলোর মধ্যে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের সাংবাদিক ছাড়াও দ্য ইন্টারসেপ্টের মিচা লি, স্বাধীন সাংবাদিক অ্যারন রুপার, ম্যাশেবলের ম্যাট বাইন্ডার এবং টনি ওয়েবস্টার রয়েছেন।
সর্বশেষ বুধবার ‘ইলনজেট’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিলে বিষয়টি আলোচনায় উঠে আসে। এই অ্যাকাউন্টটি জ্যাক সুইনি নামে এক ব্যক্তির। এই অ্যাকাউন্টটির মাধ্যমে ইলন মাস্কের ব্যক্তিগত প্লেনের গতিবিধির সব তথ্য লাইভ প্রকাশ করে দেওয়া হতো।
মাস্ক বলেন, লস অ্যাঞ্জেলসে তার এক সন্তানকে বহনকারী গাড়িকে ‘বেপরোয়া এক উত্ত্যক্তকারী’ অনুসরণ করে। এতে বিপদে পড়তে যাচ্ছিলেন তার সন্তান। এজন্য দায়ী ব্যক্তিগত প্লেনের তথ্য প্রচারকারী কোনো সাংবাদিক। তাই ওই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করার এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।
তবে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় সমালোচনা করে ইইউ কমিশনার ভেরা জোরোভা বলেন, টুইটার থেকে স্বেচ্ছাচারী কায়দায় সাংবাদিকদের বাদ দেওয়ার খবর উদ্বেগজনক।
এদিকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, মিডিয়ার স্বাধীনতা কোনো খেলনা নয়। তিনি বলেন, চলমান সময়ে এটি বিপজ্জনক নজির। কারণ সারাবিশ্বে সাংবাদিকরা সেন্সরশিপ, হুমকিসহ নানান খারাপ পরিস্থিতি মোকাবেলা করছেন।
এমন সমালোচনার মুখে ইলন মাস্ক অবশ্য টুইটারে ভোটাভুটির দ্বারস্থ হন। ভোটে ৩৬ লাখ টুইটার ব্যবহারকারী অংশ নেন। তাদের ৫৯ শতাংশ মানুষ সংশ্লিষ্ট সাংবাদিকদের টুইটার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দেয়।
এরপরই মতামতের প্রতি সম্মান দেখিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন মাস্ক। তিনি এক টুইটে বলেন, মানুষজন সরব হয়েছে। যে অ্যাকাউন্টগুলো আমার অবস্থানকে শনাক্ত ও প্রকাশ করে দিতে তাদের সাসপেনশন এখন তুলে নেওয়া হলো। সূত্র: বিবিসি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.