রাজধানীতে ডা. আলিমের একক আলোকচিত্র প্রদর্শনী
- Details
- by শিল্প-সাহিত্য
বার্ড ফটোগ্রাফি অত্যন্ত সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য ব্যাপার। একটি উপযুক্ত ছবি পেতে ঘুরে বেড়াতে হয় বন-জঙ্গল, নদী-নালা, দেশ-বিদেশ কিংবা গভীর অরণ্যে। ক্যামেরায় একটি কাঙ্ক্ষিত ক্লিক ছবিকে করে তোলে অনন্য ও অসাধারণ। এমনই বেশকিছু ছবি দেখা যাবে ডা. আব্দুস সামাদ আলিমের (ইমু) একক আলোকচিত্র প্রদর্শনীতে।
রাজধানীতে ডা. আলিমের একক আলোকচিত্র প্রদর্শনী
আগামী ২৪ ডিসেম্বর ও ২৫ ডিসেম্বর রাজধানীর গুলশান ২ এর বে’স এজ ওয়াটার -এর এজ গ্যালারীতে বসছে এই একক ফটোগ্রাফি প্রদর্শনী দ্যা উইংস ওব ভাইব্র্যান্স (Solo Bird Photography Exhibition)। চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার আব্দুস সামাদ আলিম বলেন, দেশে বিদেশে তোলা বিভিন্ন পাখির ছবি এই প্রদর্শনীতে শোভা পাবে। সবাইকে প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর