আপনি পড়ছেন

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে লাটারিতে রাতারাতি প্রায় শত কোটি টাকার মালিক বনে গেছেন বাংলাদেশি এক গাড়িচালক। ‘বিগ টিকেট’ লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ৩৫ মিলিয়ন বা সাড়ে ৩ কোটি দিরহাম জিতেছেন এ প্রবাসী।

lataty migreatআরব আমিরাতের লটারি বিজয়ী মোহাম্মদ রায়ফুল

দেশটির খালিজ টাইমস বলছে, প্রায় এক যুগ ধরে আল আইন শহরে গাড়ি চালানোর কাজ করে আসছেন ৩৯ বছর বয়সী মোহাম্মদ রায়ফুল।

আরব আমিরাতে লটারিতে এ যাবৎকালের সবচেয়ে বড় পুরস্কারটি এটি। টিকেট নম্বর ০৪৩৬৭৮। গত ১০ ডিসেম্বর ওই টিকেট কিনেন রায়ফুল। বাংলাদেশি মুদ্রায় লটারিকে জেতা অর্থের পরিমাণ হবে প্রায় শতকোটি টাকা।

লটারি আয়োজকরা জানান, তারা প্রথমে কয়েকবার ফোনে চেষ্টা করেও রায়ফুলের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। সে সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন। পরে রায়ফুলের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন আয়োজকরা। লটারিতে জেতা তার সাফল্যের খবর দেন তারা।

ভাগ্য বদলানোর আশায় নয় বছর ধরে নিয়মিত এই লটারির টিকেট কেটে আসছিলেন পিকআপ চালক রায়ফুল। অবশ্য এ টিকেটটি কিনেন ২০ জন বন্ধু মিলে। এখন পুরস্কারের অর্থ তারা সবাই পাবেন।

দেশটির গণমাধ্যমকে রায়ফুল বলেন, 'আরব আমিরাতে আছি ১২ বছর হয়। আমি লটারি জিতেছি বিশ্বাসই করতে পারছি না। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দারুণ আনন্দিত লাগছে।'

পুরস্কারের এই অর্থ দিয়ে কী করবেন এমন প্রশ্নে রায়ফুল জানান, এখনও কোনো পরিকল্প করেননি তিনি।