গেমিং ল্যাপটপ কেনার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে এটি সাধারণ কাজে ব্যবহারের জন্য নয়। গেমভক্ত এবং গেমের উন্নত অভিজ্ঞতা পেতেই গেমিং ল্যাপটপ। তাই তো গেমারদের জন্য জেফিরাস সিরিজের ভালোমানের ল্যাপটপ নিয়ে আসছে তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিক শো'তে (সিইএস) একাধিক ল্যাপটপ প্রদর্শন করেছে কোম্পানিটি। এরমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে আরওজি জেফিরাস সিরিজ।

asus rog at ces 2023 2গেমিং ল্যাপটপ আনছে আসুস

আরওজি জেফিরাস জি১৪ মডেলের ল্যাপটপে রয়েছে ১৪-ইঞ্চি গেইমিং জুগারনট, যাতে আছে আরওজি নেবুলা এইচডিআর মিনি এলইডি কিউএইচডি ১৬৫ হার্জের প্যান্টোন ভ্যালিডেটেড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:১০ এবং ৭৬ ওয়াটের ব্যাটারি। এছাড়া অতিরিক্ত বিকল্প প্যানেল হিসেবে রয়েছে কিউএইচডি ১৬৫ হার্টজ বা এফএইচডি ১৪৪ হার্টজ সংস্করণ।

আরএজি জেফিসার এম১৬ রয়েছে ১৩ প্রজন্মের ইন্টেল কোর আই৯-১৩৯০০হার্জের প্রসেসর। ১৪৫ ওয়াটের সর্বোচ্চ টিজিপি, এমইউএক্স সুইচ এবং এনডিভিয়া অ্যাডভান্সড অপটিমাসসহ এনডিভিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের জিপিইউ। এতে রয়েছে কাস্টমাইজ অ্যানিমি ম্যাট্রিক্স ডিসপ্লে। আছে আরওজি নেবুলা ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯৪ শতাংশ এবং বর্ধিত অ্যাসপেক্ট রেশিও ১৬:১০। সেইসাথে এতে রয়েছে একটি ৯০ ওয়াটের ব্যাটারি এবং এইচডিএমআই ২.১।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.