যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে (সিইএস) নজর কেড়েছে বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটনের এআই স্মার্ট পণ্য। ওয়্যারলেস টিভি, স্মার্টফোনের ফোল্ড অ্যান্ড রোল পর্দা, রঙ বদলানো গাড়ি, চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি, রোবট কুকুর ডগ-ই, ভবিষ্যত পৃথিবী দেখার প্রযুক্তি মেটাভার্স, স্মার্ট বাড়িসহ নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের নানান চমকে ভরপুর ছিল এবারের সিইএস ফেয়ার।

ces fairলাস ভেগাসে নজর কেড়েছে বাংলাদেশের এআই স্মার্ট পণ্য

ওয়ালটন জানিয়েছে, মেলায় ওয়ালটনের স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, হোম ও কিচেনের জন্য বিভিন্ন স্মার্ট অ্যাপ্লায়েন্স, মোস্ট সাইলেন্স ও ডিউর‌্যাবল রোবাস্ট কম্প্রেসর, সর্বাধুনিক ফিচারের ল্যাপটপ ও মোবাইল ফোন, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে বা এডুকেশনাল বোর্ড ইত্যাদি পণ্যে দর্শনার্থী ও ব্যবসায়ীদের বেশি আগ্রহ দেখা গেছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ বলেন, সিইএসের মতো বৈশ্বিক মঞ্চে আমরা আমাদের উদ্ভাবনী প্রযুক্তি তুলে ধরেছি। বিশ্বের সর্ববৃহৎ এ প্রযুক্তি মেলায় ওয়ালটনের আইওটি নির্ভর টেকসই ও পরিবেশবান্ধব পণ্যে দর্শনার্থী, ব্যবসায়ী ও উদ্যোক্তারা অত্যন্ত আগ্রহ দেখিয়েছেন। এ মেলায় গ্লোবাল বায়ারদের কাছ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি। আমেরিকা, কানাডা ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বৃহৎ আকারে আমাদের রপ্তানি বাজার সম্প্রসারণে এই মেলা যুগান্তকারী ভূমিকা রাখবে।

৮ জানুয়ারি সফলভাবে শেষ হয়েছে চার দিনব্যাপী এ মেলার আয়োজন। ৫০ বছরেরও বেশি সময় ধরে এই মেলায় নতুন উদ্ভাবনী পণ্য ও ধারণা প্রদর্শনের পাশাপাশি প্রযুক্তি খাতের খ্যাতনামা ব্র্যান্ডগুলো নতুন ব্যাবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পায়। সিইএস ফেয়ারে বিশ্বের বড় বড় টেক জায়ান্টগুলো তাদের প্রযুক্তির উৎকর্ষতা উপস্থাপন করে।

স্যামসাং, লেনোভো, ডেল, এলজি, সনিসহ তিন হাজার ১০০ প্রযুক্তি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। এতে ১৭৩টিরও বেশি দেশের দেড় লাখ প্রযুক্তি পণ্য উৎপাদনকারী, প্রযুক্তিবিদ, কনজিউমার টেকনোলজি সরবাহকারী ও ডেভেলপার অংশগ্রহণ করে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.